জামালপুরে ৫০ লাখ টাকার তক্ষকসহ দুইজন আটক
জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:১৫ ৮ মার্চ ২০২১

তক্ষকসহ আটক দুই চোরাকারবারি
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের লোনদহ গ্রাম থেকে একটি তক্ষকসহ আবুল কালাম আজাদ ও আনছার আলী নামে দুইজনকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত তক্ষকটির দাম আনুমানিক ৫০ লাখ টাকা।
আটককৃত আবুল কালাম আজাদ ওই গ্রামের ছাবেদ আলীর ছেলে, আনছার আলী বীর গোবিন্দবাড়ি গ্রামের সেকান্দর আলীর ছেলে।
রোববার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১৪।
জানা যায়, একইদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লোনদহ গ্রামের আলী হোসেনের চা দোকানের সামনে থেকে আবুল কালাম আজাদ ও আনছার আলীকে একটি তক্ষকসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও আট হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা জানান, উদ্ধারকৃত তক্ষকের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- তারা দীর্ঘদিন ধরে তক্ষক চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর