নান্দাইলে পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২০:১৯ ২৫ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ২৩:১৬ ২৫ ফেব্রুয়ারি ২০২১

বৃদ্ধের মরদেহ-ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরি নামক স্থানের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে পাশে ডাংরি নামক স্থানে বেলা ২টার দিকে পুকুরে বৃদ্ধের মরদেহ ভাসছিল। পরে স্থানীয়রা পুকুরে মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে ওই বৃদ্ধ মারা গেছে। তার পরিচয় পাওয়া যায়নি।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/জেডএম