বাঘায় কয়েলের আগুনে পুড়ে মরল তিন ছাগল
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩৬ ২৩ ফেব্রুয়ারি ২০২১ আপডেট: ১৫:৩৮ ২৩ ফেব্রুয়ারি ২০২১

কয়েলের আগুনে পুড়ে যাওয়া ঘর
রাজশাহীর বাঘায় কয়েলের আগুনে পুড়ে তিনটি ছাগল মারা গেছে। এরমধ্যে দুটি ছাগল অন্তঃসত্ত্বা ছিল। ছাগলগুলো বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন মালিক। আগুনে ছাগলের ঘরসহ তিনটি ঘর পুড়ে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সোমবার রাতে বাঘা পৌরসভার মুর্শিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ মালিক রুহুল আমিনকে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রুহুল আমিনের প্রতিবেশী মকবুল হোসেন জানান, মশার আক্রমণ থেকে বাঁচাতে ছাগলের ঘরে কয়েক জ্বালিয়েছিলেন রুহুল আমিন। কয়েল থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে তিনটি ঘর পুড়ে ছাগলগুলো মারা যায়। পরে গ্রামের লোকজন গিয়ে আগুন নেভায়।
আগুনে ক্ষতিগ্রস্ত রুহুল আমিনকে সরকারি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাঘার ইউএনও শাহিন রেজা।
ডেইলি বাংলাদেশ/এআর