নোয়াখালীতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক
নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৫৩ ২৩ ফেব্রুয়ারি ২০২১

ফাইল ছবি
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলাকেটে করে হত্যা করেন স্বামী। মঙ্গলবার সকালে নোয়াখালীর সেনবাগের ৬নং কাবিলপুর ইউপির ৮নং ওয়ার্ডের ছাদেকপুর গ্রামের ওলি বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত তাহমিনা আক্তার মিনা ২ সন্তানের জননী ছিলেন। অভিযুক্ত স্বামী আব্দুর রব বাবুল একই এলাকার ওলি বেপারী বাড়ির মজিবুল হকের ছেলে।
তবে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত স্বামী প্রবাসী ছিলেন। বাড়িতে আসার পর থেকে তিনি মানসিক সম্যায় ভুগছেন।
সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল বাথরুমে তার স্ত্রীকে গলাকেটে হত্যা করে। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে ছুড়িসহ আটক করে পুলিশে দেয়।
ওসি আরো বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ডেইলি বাংলাদেশ/জেএস