খেলনা তুলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২৩:০৬ ১ ফেব্রুয়ারি ২০২১

মরদেহ (ফাইল ছবি)
দিনাজপুর সদর উপজেলার খানপুরে খেলার সময় পুকুরের পানিতে ডুবে রিয়াদ ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে খানপুর ডাঙ্গাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু রিয়াদ ওই এলাকার ইজিবাইক চালক রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে বাড়িরে পাশে পুকুর পাড়ে খেলছিল শিশু রিয়াদ। একপর্যায়ে তার খেলনা পুকুরে পড়ে যায়। খেলনা তুলতে গিয়ে পানিতে ডুবে যায় সে। দুপুর ২টার দিকে মা পুকুর পাড়ে এসে সন্তানকে পুকুরে ডুবন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফফর হোসেন জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম