রংপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রংপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৪৪ ১৬ জানুয়ারি ২০২১

ছবি : ডেইলি বাংলাদেশ
রংপুর-পীরগাছা সড়কের সৈয়দপুর এলাকায় শনিবার বিকেলে ট্রাকচাপায় টিটু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত টিটু পীরগাছা উপজেলায় পারুল এলাকার সামছুল হকের ছেলে।
পীরগাছা থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক টিটু নিহত হয়। মোটরসাইকেল থাকা অপর দুই আরোহী মিল্লাত ও রাকিব গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ