সন্দ্বীপে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১১:২২ ১৬ জানুয়ারি ২০২১ আপডেট: ১১:২৩ ১৬ জানুয়ারি ২০২১

ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ পৌরসভা নির্বাচনে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান বলেন, সবগুলো কেন্দ্রে একযোগে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা কাজ করবেন। এ পৌরসভায় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে মোক্তাদের মাওলা সেলিম ও ধানের শীষ প্রতীক নিয়ে আবুল বাশার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ২৬ জন। রয়েছে ১৭টি কেন্দ্র ও ১০০টি বুথ।
ডেইলি বাংলাদেশ/এমকে