নদীতে মিলল স্বতন্ত্র প্রার্থীর লাশ
ঝিনাইদহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৩:৩৮ ১৪ জানুয়ারি ২০২১

নিহত আলমগীর হোসেন বাবু
ঝিনাইদহের শৈলকূপায় নদীতে আলমগীর হোসেন বাবু নামে এক স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থীর লাশ পাওয়া গেছে।
বুধবার রাতে নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন বাবু শৈলকূপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী।
শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, নদীতে আলমগীরের লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
এর আগে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন (ডালিম মার্কা) ও আলমগীর হোসেন খান (পাঞ্জাবি মার্কা)’র সমর্থকদের মধ্যে প্রচারণা নিয়ে সংঘর্ষে একজন নিহত হন। নিহতের নাম লিয়াকত হোসেন বল্টু। তিনি শওকত আলীর ছোট ভাই। এ ঘটনার জেরেই স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
ডেইলি বাংলাদেশ/এমআর