মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে লাশ হলেন নারী
চুয়াডাঙ্গা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০০:২০ ১৪ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে উম্মে সালমা নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভেমরুল্লাহ নতুন জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উম্মে সালমা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় পাড়ার আলতাফ হোসেনের স্ত্রী। তিনি দর্শনা পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
সদর থানার ওসি আবু জিহাদ জানান, রাতে অফিসের কাজ শেষে আলতাফ হোসেন ও তার স্ত্রী উম্মে সালমা মোটরসাইকেলে দৌলতদিয়াড় পাড়ার বাড়ি ফিরছিলেন। এ সময় ভেমরুল্লাহ নতুন জেলখানার সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি গাড়ির হেড লাইটের আলো চোখে লাগে। এতে অসাবধানতাবশত পেছন থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় আঘাত পান উম্মে সালমা। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ডেইলি বাংলাদেশ/এমআর