দুর্বৃত্তের আগুনে পুড়ল চালকের স্বপ্ন
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৪০ ৫ ডিসেম্বর ২০২০

পুড়ে যাওয়া অটোরিকশা ও মোটরসাইকেল
চট্টগ্রামের বোয়ালখালীতে আগুন লাগিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অটোরিকশাটির মালিক সুদত্ত বড়ুয়া তপন বলেন, বাড়ির সামনে কাচারি ঘরে আমার ঋণের টাকায় কেনা অটোরিকশা ও একই বাড়ির রাজু বড়ুয়ার মোটরসাইকেলটি রাখা ছিল। ভোরে অটোরিকশা ও মোটরসাইকেলটিতে আগুন দেখতে পান আমার স্ত্রীর। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলেও ততক্ষণে গাড়ি দুটি সম্পূর্ণ পুড়ে যায়। কে বা কারা এমন শত্রুতা করল আমার জানা নেই। অটোরিকশাটি আমার একমাত্র আয়ের উৎস ছিল। আগুনে তার সব স্বপ্ন পুড়ে গেছে বলে জানান।
বোয়ালখালী থানার ওসি মো. আবদুল করিম বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এমআর