আবর্জনার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার
সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:২৮ ৫ ডিসেম্বর ২০২০

প্রতীকী ছবি
সিলেটে আবর্জনায় পড়ে থাকা এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে সিলেট আখালিয়া থেকে শনিবার সকালে কোতোয়ালি থানার একদল পুলিশ লাশটি উদ্ধার করে।
জানা গেছে, সিলেট মহানগরীর আখালিয়া তপুবন আবাসিক এলাকায় বিজিবি গেইটের বিপরীতে ময়লা-আবর্জনা ফেলার স্থানে অজ্ঞাত নবজাতকের লাশ দেখতে পায় স্থানীয়রা। এ দৃশ্য দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে সকাল ১১টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নবজাতকটি একদিনের ছেলে শিশু। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে বেলা ২টার দিকে নগরীর মানিকপীর টিলায় দাফন করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ