নেতাকর্মী থেকে দূরে জাপা নেতা জিয়াউল
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:০৭ ৫ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৫:০৮ ৬ ডিসেম্বর ২০২০

জিয়াউল হক মৃধা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে টানা দু’বার এমপি নির্বাচিত হয়েও এলাকায় তেমন উন্নয়ন করতে পারেননি জাপা নেতা জিয়াউল হক মৃধা। যোগাযোগ রাখতেন না নেতাকর্মীদের সঙ্গেও। ফলে তার সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের।
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, জিয়াউল হক মৃধা এমপি থাকাকালে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের উন্নয়ন না হওয়ায় দুর্ভোগের শিকার হয়েছেন মানুষ। এসব কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে কেউ ভোট দেননি।
নেতাকর্মীরা বলেন, নির্বাচনে পরাজিত হয়ে এলাকা ছাড়েন জিয়াউল হক মৃধা। বর্তমানে তাকে পার্টির কোনো কর্মসূচিতে দেখা যায় না। এক সময় তার অনেক অনুসারী থাকলেও এখন আর নেই।
এলাকার সঙ্গে সম্পৃক্ত না থাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার কাছে অন্তত অর্ধলক্ষাধিক ভোটে পরাজিত হন জিয়াউল হক মৃধা।
ডেইলি বাংলাদেশ/এমআর/AN/জেডএম