তিনদিন আগে যুবককে হত্যা করে লাশ রাখা হয় খাটের নিচে
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:২৫ ৫ ডিসেম্বর ২০২০

লাশ (ফাইল ছবি)
চট্টগ্রামে নগরী থেকে মাধব দেবনাথ নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে যুবককে শ্বাসরোধে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। শনিবার ভোরে নগরীর টেরিবাজার এলাকার আফিমের গলি থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, তিনদিন আগে শ্বাসরোধ করে হত্যার পর ওই বাসার খাটের নিচে লাশ লুকিয়ে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাধব দেবনাথের লাশ উদ্ধার করে। মরদেহের গলায় জখমের চিহ্ন আছে।
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছে এটি এখনো জানা যায়নি। এ ঘটনায় তার আত্মীয়সহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/আরএম