মেয়ের বিয়ের দিনে ট্রেনে কাটা পড়ে লাশ হলেন বাবা
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৫৬ ৪ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৪:৩৮ ৪ ডিসেম্বর ২০২০

ছবি : সংগৃহীত
মেয়ের বিয়ের দিনে ট্রেনে কাটা পড়ে লাশ হলেন বাবা। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামে।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার হাটুভাঙ্গার ইসলামপুর উচ্চ বিদ্যালয় এর সামনে ট্রেনে কাটাপড়ে মারা যান তিনি। নিহতের নাম জানা যায়নি।
তবে একটি সূত্র জানায়, নিহতের বাড়ি জেলার শিবপুর উপজেলার খৈনকুটে। আজকে আরেকটি জানাজায় শরিক হতে তিনি রায়পুরার হাঁটুভাঙ্গাতে আসেন। রেললাইন পারাপারের সময় ট্রেন আসছিল, তা তিনি খেয়াল করতে পারেননি। আজকে তার মেয়ের বিয়ে ছিল।
ট্রেনে কাটা পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার মেথিকান্দার সহকারী স্টেশন মাস্টার রেজোয়ান আহমেদ।
ডেইলি বাংলাদেশ/জেএইচ