সড়কের পাশে কাতরাচ্ছিলেন রক্তাক্ত যুবক, এগিয়ে এলেন পথচারী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:২৯ ৩ ডিসেম্বর ২০২০

সড়কের পাশে শুয়ে কাতরাচ্ছিলেন এক যুবক ছবি: ডেইলি বাংলাদেশ
রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে শুয়ে কাতরাচ্ছিলেন এক যুবক। তাকে দেখে এগিয়ে এলেন কয়েকজন পথচারী। ভর্তি করান হাসপাতালে।
বুধবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজারের গণি বেকারির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
চট্টগ্রামস্থ সাতকানিয়া-লোহাগাড়া ছাত্র ও যুব কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হক কায়সার বলেন, রক্তাক্ত অবস্থায় সড়কের পাশে শুয়ে কাতরাচ্ছিলেন ওই যুবক। নাম-ঠিকানা কিছুই বলতে পারছিলেন না তিনি। পরে আমরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, আহত ব্যক্তিটিকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। নিজের পরিচয় কিংবা কিভাবে আহত হলেন এসব কিছুই বলতে পারছেন না তিনি। তবে কোনো গাড়ির ধাক্কায় আহত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া তার পরিচয় জানার চেষ্টা চলছে।
ডেইলি বাংলাদেশ/এমকে