ময়লাযুক্ত উপকরণে সুস্বাদু খাবার!
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৩:১৭ ৩ ডিসেম্বর ২০২০

কেন্ডি রেস্টুরেন্ট (ফাইল ছবি)
ফ্রিজে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য, রান্না করা মাংস পলিথিনে সংরক্ষণ, ময়লা পাত্রে খাদ্য উপকরণ ও ময়লাযুক্ত উপকরণে খাবার তৈরির দায়ে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার জিইসি মোড়ের কেন্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে খাদ্যদ্রব্য সংরক্ষণে ছাপানো নিউজপ্রিন্ট ব্যবহার ও রান্নাঘরে নোংরা পানি জমে থাকায় এশিয়ান কাবাবকে ৬ হাজার, উৎপাদন ও মেয়াদবিহীন পণ্য সংরক্ষণ করায় অফটাইম স্ন্যাক্সকে ৫ হাজার এবং উৎপাদন ও মেয়াদবিহীন পণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ পণ্যের মেয়াদ তুলে ফেলায় দি ইয়াম ইয়াম স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করে বর্ণিত পণ্য ধ্বংস করা হয়।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করে বেশি দামে খাদ্যপণ্য বিক্রি করায় আকবরশাহ থানার ফয়’স লেক এলাকার গোল্ড হিলকে ১০ হাজার, আশা রেস্টুরেন্টকে ১০ হাজার, ফ্রেশ ফুড কর্নারকে ৮ হাজার এবং অননুমোদিত এনার্জি ড্রিংক সংরক্ষণ করায় লাকি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করে বর্ণিত এনার্জি ড্রিংক ধ্বংস করা হয়।
সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বিভিন্ন অনিয়মের দায়ে ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি বাংলাদেশ/আরএম