ভরাট হয়ে যাচ্ছে ৩০০ বছরের জংলিবিবি পুকুর
কুমিল্লা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩৩ ২ ডিসেম্বর ২০২০ আপডেট: ১৫:৪৬ ২ ডিসেম্বর ২০২০

তিনশ’ বছরের পুরানো ঐতিহ্যবাহী ছোটরা জংলিবিবি পুকুর ছবি: ডেইলি বাংলাদেশ
রাতের আঁধারে ভরাট হয়ে যাচ্ছে কুমিল্লা নগরীর ৩০০ বছরের পুরানো ঐতিহ্যবাহী ছোটরা জংলিবিবি পুকুর।
ওয়াকফকৃত এ পুকুরের উত্তর পাশে রাতের আঁধারে চলে ভরাটের কাজ। এ বিষয়ে পরিবেশ অধিদফতরের লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা। স্থানীয় কিছু ভূমি দস্যুর তত্ত্বাবধানে এ পুকুর ভরাট চলছে।
ঐহিত্যবাহী পুকুরকে জংলিবিবি মসজিদের মুসল্লিদের অজু, গোসলের জন্য ওয়াকফ করা হয়েছিলো। ইদানিং পুকুরের উত্তরাংশ থেকে মাটি ভরাটের কাজ চলছে।
এছাড়াও মসজিদরে নাম ভাঙিয়ে মাছের বাজার বসিয়ে চাঁদা সংগ্রহ করছে একটি মহল। এ সমস্যার সঠিক সমাধানে লিখিত আবেদন করেছেন কাজী শফিকুর রহমান, মো. আকরাম হোসেন, মো. বিল্লাল, স্বপন, আমীর আলী ও খোরশেদ আলম।
গত ২৪ নভেম্বর পরিবেশ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক বরাবর এ আবেদন করা হয়।
সবুজ পরিবেশ আন্দোলন কুমিল্লার সভাপতি কাজী শারমিন আউয়াল পারভেজ বাপ্পি বলেন, এ পুকুর আমাদের পূর্বপুরুষদের। সরকারিভাবে পুকুর ভরাট করা নিষেধ। একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে সুকৌশলে ধীরে ধীরে এ পুকুর ভরাটের চেষ্টা করছে। তাই এ পুকুর দস্যুদের হাত থেকে রক্ষা করে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহারের উপযোগী করার জন্য কর্তৃপক্ষকে অবহিত করেছি।
স্থানীয় কাউন্সিলর মাসুদুর রহমান বলেন, জংলিবিবি মসজিদ পুকুরটি মজা পুকুরে পরিণত হয়ে আছে। এ পুকুর পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করা যায়, মসজিদের মুসল্লিরা যেন অজু করতে পারবে। এতে এলাকার হাজারো মানুষ উপকৃত হবে।
কুমিল্লা আদর্শ সদরের ইউএনও জাকিয়া আফরিন বলেন, পুকুর ভরাটের অভিযোগের বিষয়টি পরিবেশ অধিদফতর ব্যবস্থা গ্রহণ করবে। একটা লিখিত অনুলিপি পেয়েছি, তবে পরবর্তী যে সিদ্ধান্ত দেয়ার তা পরিবেশ অধিদফতর বিবেচনা করবেন।
পরিবেশ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি বাংলাদেশ/এমকে