ভৈরবে অস্ত্রসহ ছিনতাইকারীকে আটক করল র্যাব
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৯:৫৭ ২ ডিসেম্বর ২০২০

মঙ্গলবার রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ (ছুরি) রোকন মিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব
কিশোরগঞ্জের ভৈরব শহরের মুসলিমের মোড় এলাকা থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ (ছুরি) রোকন মিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। রোকন শহরের বাসস্ট্যান্ড এলাকার লিটন মিয়ার ছেলে।
বুধবার র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প বুধবার সকালে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি ছিনতাইকারী চক্র নিয়মিত ভৈরব শহরের বিভিন্ন এলাকায় মানুষের কাছ থেকে অস্ত্রের মুখে মোবাইল, টাকা-পয়সা ও দামি জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।
ওই তথ্যের সত্যতা যাচাইয়ে ছিনতাই চক্রের উপর র্যাবের গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে র্যাবের নিয়মিত টহল টিমের একটি আভিযানিক দল শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে রোকন মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করে র্যাব সদস্যরা।
ডেইলি বাংলাদেশ/জেএইচ