সরিষাবাড়ীতে শিশুর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:২৮ ১ ডিসেম্বর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের সরিষাবাড়ীতে মাহিন মিয়া নামে ১১ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার পিংনা ইউপির চিতুলিয়া গ্রাম থেকে বসতঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাহিন ওই গ্রামের মো. সুরুজ্জামানের ছেলে। সে পিংনা তা’লিমুল কোরআন কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা একজন পোষাক শ্রমিক।
স্থানীয়রা জানায়, চিতুলিয়া গ্রামের সুরুজ্জামান রাজধানীতে পোষাক কারখানায় কাজ করেন। সে সুবাদে মেয়ে বিভা ও ছেলে মাহিনকে নিয়ে তার স্ত্রী মাকসুদা বাড়িতেই থাকেন। মঙ্গলবার ঘুম থেকে জাগার পর মাহিন বাড়িতেই ছিলো। সকাল ১১টার দিকে সুরুজ্জামানের বাড়িতে হইচই শোনে প্রতিবেশিরা গিয়ে দেখতে পায়, মাহিন গলায় ওড়না পেঁচানো অবস্থায় বসতঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছে। এতে স্থানীয়দের সন্দেহ হয়।
নিহতের মা মাকসুদা বেগম জানান, সকাল ১১টার দিকে তিনি ঘরের বাইরে ছিলেন। এ সময় পান খাওয়ার জন্য ঘরে গিয়ে দেখতে পান, ছেলে ফাঁসিতে ঝুলছে।
এদিকে খবর পেয়ে বিকেল ৪টার দিকে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফয়জুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই ঘটনার কারণ সম্পর্কে জানা যাবে।
ডেইলি বাংলাদেশ/এমকে