প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান মারা গেছেন
ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০২:৩৭ ৩০ নভেম্বর ২০২০ আপডেট: ১৫:৪৪ ১ ডিসেম্বর ২০২০

ডা. মজিবুর রহমান খান হীরা
বৃহত্তর ময়মনসিংহের প্রখ্যাত গাইনিকোলজিস্ট ডা. মজিবুর রহমান খান হীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ময়মমনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভুঁইয়া।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ যাবত ময়মনসিংহ ও ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালের দিকে তার শারীরিক অবস্থা একটু ভালো থাকলেও রাতে হঠাৎ করে মারা যান ময়মনসিংহ মেডিকেলের অবসরপ্রাপ্ত এ চিকিৎসক।
তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ডেইলি বাংলাদেশ/এমকে/জেডএম