মৌলভীবাজারে লোকালয়ে এসে আটকা পড়ল ‘চশমা পরা হনুমান’
মৌলভীবাজার প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:১০ ২৯ নভেম্বর ২০২০ আপডেট: ২০:০০ ৩০ নভেম্বর ২০২০

চশমা পরা হনুমান
মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে এসে একটি ‘চশমা পরা হনুমান’ আটকা পড়েছে। পরে সেটি উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
শুক্রবার বিকেলে ওই উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁওয়ে এ ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় হনুমানটি উদ্ধার করা হয়।
জানা গেছে, বাড়ির পাশে ‘চশমা পরা হনুমান’টি দেখতে পান ভাসানীগাঁওয়ের সিরাজ মিয়া। স্থানীয়দের সহায়তায় সেটিকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন তিনি। পরে শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেন।
লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী জানান, আটক ‘চশমা পরা হনুমান’টিকে উদ্ধার করা হয়েছে। সেটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
ডেইলি বাংলাদেশ/এআর/জেডএম