মানুষের অধিকার আদায়ে কাজ করছে যুবলীগ
জামালপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:৪৪ ২৮ নভেম্বর ২০২০ আপডেট: ১২:৪৯ ১৩ ডিসেম্বর ২০২০

বক্তব্য দিচ্ছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ
মানুষের অধিকার আদায়ে যুবলীগ কাজ করছে বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, মানুষের যেকোনো বিপদে-আপদে যুবলীগ পাশে দাঁড়ায়। করোনা পরিস্থিতিতে আমরা ৪৫ লাখ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি।
শনিবার দুপুরে বালিজুড়ী এফ.এম উচ্চ বিদ্যালয় মাঠে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল বলেন, মাদারগঞ্জের কোনো অঞ্চলে মাদক ব্যবসায়ী ও সেবনকারী থাকতে পারবে না। যুবলীগে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজিদের কোনো স্থান নেই।
উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহসভাপতি আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পুনরায় ফরিদুল ইসলামকে সভাপতি ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
ডেইলি বাংলাদেশ/জাআ/এমআর/জেডএম