খোকসা পৌরসভা নির্বাচনে প্রার্থী নিয়ে সংশয়ে জাপা
কুষ্টিয়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:৩৬ ২৭ নভেম্বর ২০২০ আপডেট: ২০:৫২ ১২ ডিসেম্বর ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মোড়কে নির্বাচনী হাওয়ায় মেতে উঠেছেন অনেক সম্ভাব্য প্রার্থী। কিন্তু ভিন্ন চিত্রের দেখা মিলল জাতীয় পার্টির ক্ষেত্রে। এখানে সম্ভাব্য কোনো প্রার্থীকে দেখা যাচ্ছে না নির্বাচনের মাঠে।
দলটির নেতাকর্মীরা জানান, দলের পক্ষ থেকে এ নির্বাচনে অংশ নেয়া হবে কি না এমন ইঙ্গিত তারা এখনো পাননি।
জাপা নেতাকর্মীদের ক্ষোভ, নির্বাচনের মাত্র এক মাস বাকি। এখনো দলীয়ভাবে কোনো তৎপরতা শুরু হয়নি। এমনিতেই এখানে দলের অবস্থা নাজুক। পৌরসভা নির্বাচনে অংশ না নিলে তারা আরো বিপর্যয়ের মুখে পড়বেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, জেলা জাতীয় পার্টির শীর্ষ নেতারা সাংগঠনিক কার্যক্রম নিয়ে তেমন একটা মাথা ঘামান না। অন্যের হয়ে দালালি করে পদ আগলে রাখাই এখন তাদের মূল কাজ। যে কারণে গুরুত্বপূর্ণ পৌরসভা নির্বাচনেও তাদের দেখা যাচ্ছে না।
খোকসা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আরিফুল ইসলাম নীলা বলেন, খোকসায় দলীয় প্রার্থী দেয়া হবে কি না, এখনো সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রের সিদ্ধান্ত পেলে প্রার্থী দেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এআর/এমকেএ/জেডএম