হজ নিয়ে কটূক্তি, যুবক গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:৫৯ ২৬ নভেম্বর ২০২০ আপডেট: ২০:৩৫ ১২ ডিসেম্বর ২০২০

গ্রেফতার হওয়া সাজেদুর রহমান সুমন
জয়পুরহাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হজ নিয়ে কটূক্তি করার অভিযোগে বুধবার সন্ধ্যায় সাজেদুর রহমান সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাজেদুর রহমান শহরের গুলশান মোড় এলাকার ইমরান হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একজনের পোস্টের নিচে কমেন্ট বক্সে নিজের আইডির মাধ্যমে সাজেদুর রহমান মুসলমানের পবিত্র হজ, মাদরাসা শিক্ষা ও কোরআন সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেন।
এসব কমেন্ট ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ডিজিটাল নিরাপত্তা আইনে জয়পুরহাট থানায় মামলা করেন জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল মতিন। এ ঘটনায় পুলিশ তদন্ত করে বুধবার সন্ধ্যায় সাজেদুর রহমানকে গ্রেফতার করে।
জয়পুরহাট থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান জানান, সাজেদুর রহমান সুমনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/জেডএম