অবৈধ কয়লা ও সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন
সাভার (ঢাকা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৩:৫৬ ২৬ নভেম্বর ২০২০ আপডেট: ১৪:১৫ ২৬ নভেম্বর ২০২০

ছবি: সংগৃহীত
ঢাকার ধামরাই উপজেলার রঘুনাথপুর এলাকায় অবৈধ সিসা ও কয়লার কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ধামরাইয়ের ইউএনও সামিউল হক এ অভিযান পরিচালনা করেন।
এলাকাবাসী জানান, সাবেক ইউপি সদস্য শামীমুর রহমান ফারুক দীর্ঘ প্রায় ৫ বছর ধরে রঘুনাথপুর এলাকায় অবৈধভাবে ১০টি চুল্লি নির্মাণ করেন। সেখানে হাজার হাজার টন কাঠ পুড়িয়ে তৈরি করা হচ্ছিল কয়লা ও পুরাতন ব্যাটারি পুড়িয়ে সিসা। এসব সিসা ও কয়লার কারখানার বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়েছে এলাকাবাসী এবং অনেক গরু মারা গেছে।
স্থানীয় এলাকাবাসী লিখিতভাবে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলে ইউএনও সামিউল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাবু মিয়া নামে এক শ্রমিককে আটক করতে পারলেও কারখানার অন্যরা পালিয়ে যায়।
ইউএনও সামিউল হক বলেন, তিনটি চুল্লি গুড়িয়ে দেয়ার পর আটক বাবু মিয়াকে ৪০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। একই সঙ্গে অপর সাতটি চুল্লিও ভেঙে অবৈধ কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে