কক্সবাজারে নদীর তীরে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:৩২ ২৫ নভেম্বর ২০২০

মাতামুহুরী নদী- ফাইল ছবি
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীর তীর থেকে পলিথিন মোড়ানো একটি নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, লাশের কিছু অংশ কুকুরে খেয়েছে।
বুধবার সকালে ওই উপজেলার বদরখালী ইউনিয়নের মগনামা পাড়ায় এ ঘটনা ঘটে।
বদরখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শারফ হোসেন জানান, মাতামুহুরী নদীর তীরে ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে ৯৯৯-এ কল দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল লাশটি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, লাশটি দেখে মনে হচ্ছে- শিশুটির শরীরের কিছু অংশ কুকুরে খেয়ে ফেলেছে। লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/এআর