আন্তঃনগর ট্রেন ইঞ্জিনের ধাক্কায় লোকালের বগি লাইনচ্যুত
নেত্রকোনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৪:০৯ ২৫ নভেম্বর ২০২০ আপডেট: ২০:২৪ ১২ ডিসেম্বর ২০২০

ট্রেন লাইনচ্যুত (ছবি: ডেইলি বাংলাদেশ)
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস রেল ইঞ্জিনের ধাক্কায় লোকাল ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোহনগঞ্জ স্টেশনে এ ঘটনা ঘটে।
আন্তঃনগর ট্রেনের চালক বা স্টেশনে দায়িত্বরত পিম্যান (বগি থেকে ইঞ্জিন ছুটানো ও লাইন ক্লিয়ার করা ব্যক্তি) তাদের যেকোনো একপক্ষের দায়িত্বে অবহেলার জন্য দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া জানান, লোকাল ট্রেনটি মোহনগঞ্জ স্টেশনের দুই নম্বর লাইনে ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করার জন্য অপেক্ষমাণ ছিল। রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন স্টেশনের এক নম্বর লাইনে প্রবেশ করে। বগি থেকে ইঞ্জিন ছুটানোর পর আন্তঃনগর ট্রেনের চালক ইঞ্জিন ঘুরানোর জন্য দুই নম্বর লাইনে অপেক্ষমাণ লোকাল ট্রেনের পেছনের বগিকে ধাক্কা দেয়। এতে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত হয়। পরে লোকাল ট্রেনের লাইনচ্যুত বগিটি রেখে বাকি বগিগুলো নিয়ে বারহাট্টা স্টেশনের উদ্দেশে যাত্রা করে।
মোহনগঞ্জ স্টেশনের সহকারী মাস্টার মো. মোজাম্মেল হক বলেন, আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন চালকের ভুলে এমন ঘটনা ঘটেছে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে আন্তঃনগর ট্রেনটি যথাসময়ে ছেড়ে যেতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে। তাই লোকাল ট্রেনের বগিগুলো বারহাট্টা স্টেশনে রেখে ইঞ্জিন ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। যেন আন্তঃনগর ট্রেনটি বারহাট্টা স্টেশনে নিয়ে যেতে পারে এবং সেখানে আন্তঃনগর ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারে। লাইনচ্যুত লোকাল ট্রেনের বগিটি উদ্ধারে ময়মনসিংহ হতে রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়েছে বলে জানান তিনি।
ডেইলি বাংলাদেশ/আরএম/জেডএম