হাসপাতালে মেয়েকে দেখে ফেরার পথে নিহত ইউপি সদস্য
মানিকগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২৩:৪১ ২৪ নভেম্বর ২০২০

মরদেহ (ফাইল ছবি)
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ড এলাকায় বাসের চাপায় খোরশেদ আলম নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে রাস্তা পাড় হওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাসের চাপায় তিনি আহত হন। পরে সাভারের এনাম হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
নিহত খোরশেদ আলম সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের কলাসি গ্রামের বছির উদ্দিনের ছেলে।
ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ইদ্রিস আলী জানান, দুপুরে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ মেয়েকে দেখে তিনি সদর উপজেলা পরিষদে যাওয়ার জন্য গিলন্ড বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। রাস্তা পার হওয়ার সময় সেলফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে মুন্নু হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, রাত ১০টায় তার মরদেহ বাড়িতে আনা হয়। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।
ডেইলি বাংলাদেশ/আরএম