তিন বাড়িতে মিলল ৬৯ বস্তা সরকারি চাল
সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০১:০২ ২৪ নভেম্বর ২০২০ আপডেট: ২০:০৫ ১২ ডিসেম্বর ২০২০

উদ্ধার হওয়া চালের বস্তা
সিরাজগঞ্জ সদর উপজেলায় তিনটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মো. রমজান আলী বাড়ি থেকে ২৬ বস্তায় প্রায় ৮০০ কেজি, মানিক চন্দ্রের বাড়ি থেকে ২৩ বস্তায় প্রায় ৭০৫ কেজি এবং মো. আমজাদ হোসেনের বাড়ি থেকে ২০ বস্তায় প্রায় ৬০০ কেজি চাল উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকে তিন বাড়ির মালিক পলাতক রয়েছে। চাল জব্দ করে সয়দাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে এবং এ ঘটনায় পলাতক তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ/জেডএম