নমুনার রিপোর্ট আসার আগেই মারা গেলেন এক নারী
বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৫:২৭ ২২ মে ২০২০

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)
বগুড়ায় জ্বর, ডায়রিয়া নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
মৃত ওই নারী রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন।
বগুড়ার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সামির হোসেন জানান, ১০-১২ দিন আগে ওই নারী ঢাকা থেকে বগুড়ার বাসায় ফেরেন। কয়েকদিন ধরে তিনি জ্বর, ডায়রিয়া ও খাবারের অরুচিসহ করোনার উপসর্গে ভুগছিলেন। বুধবার তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়।
শুক্রবার রিপোর্ট আসার কথা ছিল। তবে তার আগেই বৃহস্পতিবার রাতে তার অসুস্থতা বেড়ে যায়। রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সোয়া ১১টার দিকে তিনি মারা যান।
ডেইলি বাংলাদেশ/আরএম