মহাখালী বাস টার্মিনালের পাশে মিলল তরুণের মরদেহ
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০৩:৫৬ ১৬ জানুয়ারি ২০২২ আপডেট: ০৩:৫৭ ১৬ জানুয়ারি ২০২২

ফাইল ছবি
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল আউট গেটের সামনে থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত পৌনে ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।
এ তথ্য ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মো. জাহাঙ্গীর।
আরো পড়ুন: ১২ বছর পর বাবাকে পেয়েও কাছে যেতে পারল না ছেলে
তিনি জানান, মহাখালী বাস টার্মিনালে আউট গেটের সামনে থেকে ওই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। নিহতের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি।
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, কোন যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন সেটি বের করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ডেইলি বাংলাদেশ/জেডআর