হাতিরঝিলে বিনোদনপ্রেমীদের হয়রানি, ৫২ কিশোর আটক
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১১:৪৮ ২৮ জানুয়ারি ২০২১ আপডেট: ১১:৫০ ২৮ জানুয়ারি ২০২১

আটক ৫২ কিশোর
রাজধানীর হাতিলঝিল এলাকায় বিনোদনপ্রেমীদের হয়রানি ও উত্ত্যক্তের অভিযোগে ৫২ কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে তিনজনের কাছ থেকে ৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হাতিরঝিল লেক ও লেকের পাশের এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে তিনজনের কাছে ৪৫টি ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গণ-উপদ্রব ও অহেতুক হৈ চৈ করার কারণে ১৬ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যানস অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। অবশিষ্ট ৩৬ জনকে শর্তসাপেক্ষে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/ইএ/এমকেএ