বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৭:১৫ ২৩ জানুয়ারি ২০২১

প্রতীকী ছবি
শনিবার ভোর রাতের দিকে রাজধানীর বনানী থানার অধীন সৈনিক ক্লাব ফুট ওভারব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ তার পরিচয় খুঁজছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
বনানী থানার এসআই মো. মতিন বিশ্বাস জানান, সংবাদ পেয়ে শনিবার রাত ৩টার দিকে বনানীর সৈনিক ক্লাব ফুটওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরনে ছিলো জিন্সের নীল ফুলহাতা শার্ট ও চেক লুঙ্গি।
তিনি বলেন, আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পেরেছি, কোনও একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
ডেইলি বাংলাদেশ/ইকেডি