রাজধানীতে বন্যপ্রাণীসহ আটক সাত, জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৬:৪৫ ২৩ জানুয়ারি ২০২১ আপডেট: ১৬:৪৯ ২৩ জানুয়ারি ২০২১

উদ্ধার করা বন্যপ্রাণী। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে একটি তক্ষকসহ সাত পাচারকারীকে আটক করে জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দারুস সালাম থানার মাজার রোড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব-৪।
এ সময় আটক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আটকরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (৩৪), মো. সজিব (২৩), মো. সাইফুল ইসলাম (৫৮), মো. ইউসুফ (৪১), মো. শাহাবুদ্দিন (৩৯), মো. আনিসুর রহমান (৪৮) ও মো. জাকির হোসেন (৪২)।
শনিবার দুপুরে র্যাব-৪ এর (এএসপি) মো. জিয়াউর রহমান চৌধুরী ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আসামিরা জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলা হতে তক্ষকসহ অন্যান্য বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চড়া দামে বিক্রয় করত।
এদিকে উদ্ধার করা তক্ষকটি পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ বিভাগের কর্মকতাদের উপস্থিতিতে মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়।
ভবিষ্যতে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার রোধে র্যাবের এ ধরনের জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
ডেইলি বাংলাদেশ/ইএ/জেডআর