আত্মসমর্পণ করছেন চিকিৎসক দম্পতিসহ ৯ জঙ্গি
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ০১:০২ ১৪ জানুয়ারি ২০২১

প্রতীকী ছবি
আত্মসমর্পণ করতে যাচ্ছেন উগ্রপন্থায় জড়িয়ে পড়া চিকিৎসক দম্পতিসহ ৯ জঙ্গি। বৃহস্পতিবার র্যাব সদর দফতরে আত্মসমর্পণ করবেন তারা। ধারাবাহিক অভিযানের কারণে তারা স্বাভাবিক জীবনে ফিরতে চান বলে জানিয়েছে র্যাব।
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ হামলার পর পাল্টে যায় দেশে জঙ্গিবাদের হিসাব-নিকাশ। গত পাঁচ বছরে জঙ্গিবাদ মোকাবিলায় নিজেদের অবস্থান আরো কঠোরভাবে জানান দিয়েছে বাংলাদেশ। এবার উগ্রবাদে জড়ানো নয়জনকে স্বাভাবিক জীবনে ফেরানোর উদ্যোগ নেয় র্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরবেন এক চিকিৎসক দম্পতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরিজীবীসহ নয়জন।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, বেশ কয়েক মাস ধরে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছি, তাদের পরিচয় নিশ্চিত হয়েছি। জঙ্গিবাদবিরোধী আন্দোলন বা ক্যাম্পেইনের এটি নতুন দিগন্ত।
তিনি আরো বলেন, যারা ক্রিমিনাল অফেন্সে জড়িত হননি। শুধুমাত্র মতাদর্শগতভাবে জঙ্গিবাদে জড়িয়েছেন তাদের পুনর্বাসন করার চেষ্টা চলছে। জঙ্গি মতাদর্শে জড়ানোর পরও যারা অন্ধকার ঠেলে আলোয় আসতে চান, তাদের আপন করে নেয়ার অনুরোধ জানিয়েছে র্যাব।
ডেইলি বাংলাদেশ/এমআর