কল্যাণপুরে বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ২২:৪০ ৩০ অক্টোবর ২০২০ আপডেট: ২৩:২৮ ৩০ অক্টোবর ২০২০

ছবি- সংগৃহীত
রাজধানীর কল্যাণপুর এলাকার নতুন বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে।
শুক্রবার রাত ১০টার দিকে আগুনের খবরে দুই দফায় ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, কল্যাণপুর নতুন বাজার বস্তিতে রাত ১০টা ৩ মিনিটে আগুন লাগার খবরে মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
ডেইলি বাংলাদেশ/আরএ