সব ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১২:৩২ ৫ আগস্ট ২০২২ আপডেট: ১৭:০৩ ৫ আগস্ট ২০২২

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের- ফাইল ফটো
আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি সত্যের মুখোমুখি হতে ভয় পায়। নির্বাচন সামনে রেখে আগুন সন্ত্রাস শুরু করেছে তারা।
শুক্রবার শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এ সময় সেতুমন্ত্রী আরো বলেন, আগস্ট মাস এলেই বিএনপির বেপরোয়া চেহারা স্পষ্ট হয়। ভোলায় পুলিশের ওপর হামলা তারই লক্ষণ।
এর আগে, সকাল ৮টায় রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে স্থাপিত এই ক্রীড়া সংগঠকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/জেডআর/এমআরকে