কুসিকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন রিফাত
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৯:৫৩ ১৩ মে ২০২২ আপডেট: ২১:৫৩ ১৩ মে ২০২২

আরকানুল রিফাত
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরকানুল রিফাত। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার বিকালে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় রিফাতকে মনোনয়ন দেওয়া হয়।
কুমিল্লা সিটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছিলেন। মনোনয়ন বোর্ড তাদের মধ্য থেকে রিফাতকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।
আগামী ১৫ জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ডেইলি বাংলাদেশ/আরএইচ