৫৬ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৮:৫৫ ৪ জানুয়ারি ২০২১ আপডেট: ১৯:৩৭ ৪ জানুয়ারি ২০২১

ফাইল ছবি
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে মঙ্গলবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এ ফরম বিক্রি চলবে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।
ওইদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।
সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে পারবেন।
স্বাস্থ্যবিধি মেনে ও লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। ফরম সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।
ডেইলি বাংলাদেশ/জাআ/আরএইচ