সত্যানুসন্ধান
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১০:২০ ১৮ জুন ২০২২

ছবি: অন্তর্জাল
“আমরা বেশিরভাগ মানুষই আপেক্ষিক অজ্ঞতার পৃথিবীতে বাস করি। এমনকি এই অজ্ঞতার সাথে আমরা স্বাচ্ছন্দ বোধও করি। কারণ, এর বেশি জ্ঞান আমাদের থাকে না।
আমরা যখন প্রথমবার সত্যের মুখোমুখি হই, তখন তা আমাদের জন্যে ভীতিকর হতে পারে এবং এক্ষেত্রে সত্য ছেড়ে অনেকেই তাদের পুরোনো অভ্যস্ত জীবনে ফিরে যেতে পারে। কিন্তু তুমি যদি সত্যের অনুসন্ধান থেকে বিরত না হও, তবে শেষ পর্যন্ত তুমি আরও দক্ষতার সাথে সত্যকে অনুসন্ধান করতে সক্ষম হবে।
এটা সত্য যে তোমার চারপাশের লোকজন তোমাকে অদ্ভুত, এমনকি সমাজের জন্যে বিপদজনক বলেও মনে করতে পারে। কিন্তু এটা নিয়ে তোমার চিন্তিত হবার কিছু নেই। একবার সত্যের স্বাদ পেলে তুমি কখনোই আর অজ্ঞতার পথে ফিরে যেতে চাইবে না।’’ - সক্রেটিস
ডেইলি বাংলাদেশ/এমকেএ