Alexa লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ শেষে তিন ছিনতাইকারী আটক

লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধ শেষে তিন ছিনতাইকারী আটক

প্রকাশিত: ১৫:০৪ ২৬ জানুয়ারি ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ শেষে তিন ছিনতাইকারী আটক হয়েছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।  আটকরা হলেন- সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী মনোহরপুর গ্রামের বোমা রুবেল, কংশ নারায়ণপুর গ্রামের সুমন প্রকাশ ওরফে বেলজিয়াম সুমন ও সিএনজি চালক মনির হোসেন। এরমধ্যে সুমনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় দুই পুলিশ সদস্যও আহত হন।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিনোদপুরদত্তপাড়া তদন্ত কেন্দ্রের টহল পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা গুলি ছুড়লে পুলিশের কামরুল হাসান ও কনষ্টেবল মোক্তার হোসেন আহত হন।

এ সময় পুলিশও ছিনতাইকারিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করে তিন জনকে গ্রেফতার করে।

ডেইলি বাংলাদেশ/আরআর