Alexa ভালুকায় ৬ গাড়ির সংঘর্ষে নিহত ১

ভালুকায় ৬ গাড়ির সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ১৪:০০ ১৩ জানুয়ারি ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

ময়মনসিংহের ভালুকায় ঘন কুয়াশার কারণে ৬ গাড়ি পর্যায়ক্রমে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০জন।

শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহরাবাড়ি তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৮০৬০) মহা-সড়কের মাঝ খানে চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইকরা পরিবহণের একটি বাসের পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের পেছনে থাকা আরো ৪টি গাড়ি এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়।

আহত ২০ জনের মধ্যে ৪জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলে- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নিজবাখাইল গ্রামের লাল মিয়ার ছেলে খোকন(৪০, রায়মনি গ্রামের শামসুদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(৪০), ফুলবাড়িয়া উপজেলার আছিম গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল মজিদ(৩৫) ও ময়মনসিংহ সদরের জালাল উদ্দিনের ছেলে আ.ছালাম(৩৫)।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডেইলি বাংলাদেশ/আরআর