Alexa ‌‘উস্কানিমূলক স্লোগান দেয়াও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন’

‌‘উস্কানিমূলক স্লোগান দেয়াও নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন’

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৩২ ২৭ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পুরান ঢাকার গোপীবাগে সংঘর্ষের ঘটনায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কে প্রথম হামলা শুরু করেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এটা সরকারের বিষয় না। তবে উস্কানিমূলক স্লোগান দেয়াও এক প্রকার নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। 

সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সব গণমাধ্যমই স্বাধীনভাবে কাজ করে।এগুলো মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় না। মন্ত্রণালয় শুধু দেখভাল করে।

ডেইলি বাংলাদেশ/এসএইচআর/এসআই