Alexa ৬ ঘণ্টা বেনাপোল বন্দরে রফতানি বাণিজ্য বন্ধ

৬ ঘণ্টা বেনাপোল বন্দরে রফতানি বাণিজ্য বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৬:১০ ৮ ডিসেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশি রফতানি পণ্যবাহী ট্রাক চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নামে ভারতের পেট্রাপোল বন্দরে হয়রানির প্রতিবাদে ছয় ঘণ্টা রফতানি বাণিজ্য বন্ধ ছিল।

রোববার সকাল থেকে বাংলাদেশি ট্রাক চালকরা ভারতে পণ্য রফতানি বন্ধ করে দেয়। পরে দু দেশের কাস্টমস, বিজিবি, বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দুপুরে রফতানি ফের সচল হয়।

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, পেট্রাপোল বন্দরে বিএসএফের বাধার কারণে ট্রাক চালকরা ধর্মঘট ডাকে। এতে রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য বিজিবি ও বিএসএফসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য সচল করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম