Alexa ৬৬ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

৬৬ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৮:১৩ ১৩ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬৬ লাখ টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।

রোববার সকালে উপজেলার হ্নীলা ইউপির জালিয়াকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রহিমা খাতুন হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের জি/৫ ব্লকের হোসেনের স্ত্রী।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, ইয়াবার একটি বড় চালান হ্নীলা ইউপির আলীখালী গ্রামে পাচার হতে পারে এমন সংবাদে জালিয়াকাটা মাদরাসা সংলগ্ন সড়কে চেকপোস্ট বসানো হয়। কিছুক্ষণ পর হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় রহিমা খাতুনকে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ টাকা।

ডেইলি বাংলাদেশ/এমআর