Alexa ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ 

৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ 

জব কর্নার ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৪:৫৬ ৭ মার্চ ২০১৯   আপডেট: ১৪:৫৮ ৭ মার্চ ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

সংশোধিত বিধিমালায় বিদ্যালয়ে ‘সহকারী প্রধান শিক্ষক’ নামে নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। 

এই পদ সৃষ্টি হলে প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

বিধিমালায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে আর প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদানের জন্য শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে পরিবর্তন আনা হচ্ছে।

এ সংক্রান্ত প্রস্তাবিত বিধিমালা রোববার রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। শিগগিরই তা গেজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াসউদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রপতি কর্তৃক সংশোধিত বিধিমালাটি খুব দ্রুত গাজেট আকারে প্রকাশ করা হবে এবং এর পরপরই এ পদের জন্য প্রায় ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে।

তিনি আরো জানান, এ বিধিমালায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন পরিশোধ করা হবে।

বিধিমালা সংশোধনের এর ব্যাপারে শিক্ষক নেতাদের নিকট জানতে চাইলে তারা জানান, বেতন স্কেলের এই পরিবর্তনে প্রধান শিক্ষকরা খুশি হলেও সহকারী শিক্ষকরা মোটেও খুশি নয়। এ পদ সৃষ্টি হলে সহকারী শিক্ষক হিসেবে পদোন্নতি পেতে তাদেরকে আরো দুটি ধাপ অতিক্রম করতে হবে।

আর এ পদটি না থাকলে পদোন্নতির একটি ধাপ পেরোলেই প্রধান শিক্ষক হওয়া যাবে। তারা প্রধান শিক্ষকের পরের ধাপেই বেতন চাইলেও নতুন পদটি চান না।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, আমাদের দাবি প্রধান শিক্ষকের পরের গ্রেডে বেতন। কিন্তু সহকারী প্রধান শিক্ষক পদটি সৃষ্টি হলে আমরা যখন ওই পদে পদোন্নতি পাব, তখন আমরা ওই পদের স্কেলে বেতন পাব। সেক্ষেত্রে সহকারী শিক্ষকদের বেতনের যে বৈষম্য, তা থেকেই যাবে। তাই সহকারী প্রধান শিক্ষকের পদটি এ মুহূর্তে আমরা চাই না।

ডেইলি বাংলাদেশে/আরএজে

Best Electronics
Best Electronics
শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩