লন্ডনী মেয়ের কাণ্ড
৫০ লাখ টাকার বিয়ে তিন মিনিটেই শেষ!
ডেস্ক নিউজ ডেইলি-বাংলাদেশ ডটকমপ্রকাশিত: ১৪:২২ ৩০ জুন ২০১৯ আপডেট: ১২:৪৫ ১ জুলাই ২০১৯

প্রতীকী ছবি
লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠান। বিয়ের ‘আকত’ হয়েছে তিন মিনিট হল। বর তার নব্য বিবাহিত বউকে মিষ্টি খাওয়াতে এগিয়ে গেল। মিষ্টি খাওয়াতে গিয়ে ভুলবশত মিষ্টির এক টুকরো কনের বিয়ের শাড়িতে পড়ে গেল। কনে রাগে অস্থির হয়ে বরকে সরি বলতে বলল। সঙ্গে বরও সরি বলল।
কনে বলল এভাবে না, তোমাকে মাইকে বলতে হবে। তো বর তাই করল মাইকে সরি বলল। এবার কনে বলল একবার বললে হবে না, তিনবার বলতে হবে। বর কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঠিক আছে-
sorry
sorry
sorry
তবে আমি আরো একটু বলতে চাই –
এক তালাক
দুই তালাক
তিন তালাক
বাইন তালাক!
এভাবে বাংলাদেশি টাকায় প্রায় ৫০ লাখ টাকার একটি ধুমধামের বিয়ে তিন মিনিটে শেষ হয়ে গেলো। এটি সম্প্রতি লন্ডনে ঘটে যাওয়া একটি ঘটনা। যিনি এই ঘটনার খবর জানিয়েছেন তিনি বর-কনের নাম পরিচয় প্রকাশ করেননি।
(সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নেয়া)
ডেইলি বাংলাদেশ/এমকে