Alexa ৪ সন্তানকে কুয়ায় ফেলে সেখানেই ঝাঁপ দিলেন মা

৪ সন্তানকে কুয়ায় ফেলে সেখানেই ঝাঁপ দিলেন মা

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১০:০৪ ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ১০:০৬ ২২ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

শ্বশুরবাড়ির লোকদের নজর এড়িয়ে  একে একে চার সন্তানকে কুয়ায় ফেলে দিলেন মা। অবশেষে নিজেই মরণকূপে ঝাঁপ দিলেন। 

ভারতের মধ্যপ্রদেশের ললিতপুর জেলার উলদানা খুর্দ গ্রামে সোমবার সন্ধ্যায় হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় ওই পাঁচজনেরই মৃত্যু হয়েছে। এদিন রাতেই কুয়া থেকে মরদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আত্মঘাতী মহিলার নাম বিমলা খুশওহা (২৭)। মৃত চার সন্তানরা হলো- আয়ুষ (৭), নয়ন (৪), রোশন ও অভি।

জানা গেছে, প্রতিবেশীরা কুয়ায় দেহ ভাসতে দেখে বিমলার শ্বশুরবাড়িতে খবর দেয়। এরপর বিমলার শ্বশুরই থানায় ফোন করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেহগুলি ভেসে ওঠে। 

এদিকে কী কারণে চার সন্তানের মা এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন, তা এখনো জানাতে পারেনি পুলিশ।

ললিতপুরেরের এসপি মির্জা মাঞ্জার জানান, এত বড় একটা ঘটনা ঘটেছে, অথচ পরিবারের কেউ টের পায়নি, পুলিশের কাছে তা আশ্চর্য লেগেছে। অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

এ ঘটনায় মদনপুর থানা-পুলিশ একজনকেও গ্রেফতার করতে পারেনি। মহিলার বাপের বাড়ির তরফ থেকেও কোনো অভিযোগ দায়ের হয়নি। 

বিমলার স্বামী রাজেশ খুশওহা জানান, জমির সার কিনতে তিনি গ্রামের বাইরে গিয়েছিলেন। তখনই তার স্ত্রী এই কাণ্ড ঘটিয়েছেন। 

ডেইলি বাংলাদেশ/জেডআর