Alexa ৪৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মেহেরপুরের বোমা, জনমনে স্বস্তি

৪৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় মেহেরপুরের বোমা, জনমনে স্বস্তি

মেহেরপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১২:৪০ ৭ ডিসেম্বর ২০১৯  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে ফেলে রাখা বোমাটি ৪৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করা হয়েছে। 

শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে আগত পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাটি নিষ্ক্রিয় করে। এতে মেহেরপুরের সাধারণ মানুষের মনের আতঙ্ক কেটেছে। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ফেলে রাখা বোমাটি নিয়ে দু’দিন ধরে মেহেরপুরের মানুষের মানুষের মধ্যে চলছিল আলোচনা ও আতঙ্ক।

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে র‌্যাব-৬ খুলনার একটি বোমা ডিস্পোজাল টিম ঘটনাস্থলে পৌঁছালেও বোমাটি নিষ্ক্রিয় করার মতো প্রয়োজনীয় সামগ্রী তাদের কাছে না থাকায় তারা ফিরে যায়। এতে পুলিশের ঘিরে রাখা বোমাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকন্ঠা বৃদ্ধি পায়।

মেহেরপুরের এএসপি জাহিদুল ইসলাম জানান, শনিবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের বোমা নিষ্কিয়কারী দল মেহেরপুর পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে।

বৃহস্পতিবার দুপুরের মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সামনে বাজারের ব্যাগে লাল টেপ দিয়ে জড়ানো একটি সার্কিটযুক্ত বস্তু পড়ে থাকতে দেখে সাধারণ লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে যায় পুলিশের একাধিক দল। পুলিশ সেখান থেকে আনছারুল ইসলাম (আল-কায়দা) নামের একটি সংগঠনের হাতেলেখা চিরকুট উদ্ধারও করে।


 

ডেইলি বাংলাদেশ/জেএইচ