Alexa ৪০ দিনেও সন্ধান মিলেনি বৃদ্ধা খাদেজার

৪০ দিনেও সন্ধান মিলেনি বৃদ্ধা খাদেজার

ফরিদপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

প্রকাশিত: ১৭:৪১ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি : ডেইলি বাংলাদেশ

ছবি : ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউপির আশাপুর গ্রামের ৬৫ বছর বয়সী খাদেজা বেগম ৪০ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। এলাকায় মাইকিংও করা হচ্ছে। কিন্তু তার সন্ধান মিলছে না। পরিবারের লোকেরা তার সন্ধান না পেয়ে চরম হতাশ হয়ে পড়েছেন।

খাদেজা বেগম আশাপুরের মোতাহার ফকিরের স্ত্রী। মোতাহর ফকির একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিক হিসেবে চাকরি করতেন। তিনি কয়েক বছর আগে মারা যান। তাদের দুই ছেলে ও ১ মেয়ে রয়েছে। সবারই বিয়ে হয়ে গেছে।

খাদেজা বেগমের বড় ছেলে আইয়ুব আলী ফকির জানান, গত ১৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে তার মা বাড়ি হতে বের হন। এরপর আর ফিরেননি। এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর তার ছোট ভাই খোকন ফকিরমধুখালী থানায় একটি জিডি করেন। 

প্রায়ই তার মা বাড়ি হতে বের হয়ে পাড়ায় বেড়াতেন। আবার ফিরে আসতেন। তার মাথায় একটু সমস্যা রয়েছে। কেউ তার সন্ধান পেলে মোবাইল নম্বর ০১৭২৬৪০৭৬২২ এ যোগাযোগের অনুরোধ করেন তিনি।

ডেইলি বাংলাদেশ/জেএইচ